সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৩
অনলাইন নিউজ ডেক্স
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে গ্রেপ্তার করেছে বনরক্ষীরা। শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির ইসমাইলের ছিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় এক প্যাকেট কীটনাশক, একটি ডিঙি নৌকা এবং একটি মাছ ধরা ভেসাল জাল জব্দ করা হয়।গ্রেপ্তার জেলেরা হলেন- উপজেলার মধ্য সোনাতলা গ্রামের কাঞ্চন মল্লিকের ছেলে আসাদুল মল্লিক, সেলিম মল্লিকের ছেলে মিরাজুল মল্লিক ও মৃত কাওছার মুন্সির ছেলে নাঈম মুন্সি।এসময় একই গ্রামের জাকির মল্লিক নামের এক জেলে পালিয়ে যান।পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, সুন্দরবনের ইসমাইলের ছিলা এলাকায় ভোট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলের সময় তিন জেলেকে আটক করেন। এসময় এক জেলে পালিয়ে যান।এসও আসাদুজ্জামান আরও জানান, এই অসাধু ব্যক্তিরা পাস না নিয়ে গোপনে বনে প্রবেশ করে। সেখানে বিষ দিয়ে মাছ শিকার করছিলেন। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।