১৫০ ব্যক্তি এবং সংস্থার ওপর কিয়েভের নিষেধাজ্ঞা


১৫০ ব্যক্তি এবং সংস্থার ওপর কিয়েভের নিষেধাজ্ঞা
রাশিয়ার বিমান পরিকাঠামোর সাথে যুক্ত থাকার অভিযোগে দেড়শ ব্যক্তি এবং সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কিয়েভ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি।সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘আজ আমি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য বেশ কয়েকটি নতুন নিষেধাজ্ঞা-সম্পর্কিত সিদ্ধান্তে স্বাক্ষর করেছি’।তিনি আরো বলেন, ‘এই নিষেধাজ্ঞা প্রায় দেড়শটি আইনি সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধে, যারা রাশিয়ার বিমান পরিকাঠামোর সঙ্গে জড়িত।’জেলেনস্কি আরও জানিয়েছেন, ইউক্রেনের নাগরিক বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরেকটি প্যাকেজে তিনি স্বাক্ষর করেছেন যারা রাশিয়াকে সমর্থন করে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এদেরকে রাশিয়ার ‘দোসর’ হিসাবে চিহ্নিত করেছে।এদিকে জানা গেছে, রাশিয়ার গভীরে হামলায় সম্মতি দিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে কিয়েভ। ‘আত্মরক্ষার্থে স্বার্থে’ যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা পেয়ে আসছে ইউক্রেন।এবার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গোলাবারুদ এবং অস্ত্র দিয়ে সামরিক বিমানবন্দর, ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসের মাধ্যমে মস্কোকে ঠেকাতে চায় কিয়েভ। এ কারণে জেলেনস্কি চান যুক্তরাষ্ট্রের সম্মতি।