অবশেষে নিজ গ্রামে সেই বৃষ্টির দাফন সম্পন্ন


বহুল আলোচিত ঢাকা বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি খাতুনকে তার চাচা ফারুক শেখের কবরের পাশে দাফন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া পশ্চিমপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ডিএনএ পরীক্ষার পর বৃষ্টির মরদেহ তার বাবা সবুজ আলীর নিকট হস্তান্তরের পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের বাড়ি বেতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বনগ্রাম পশ্চিমপাড়ায় পৌঁছায়। মরদেহ পৌঁছানোর পর বৃষ্টি খাতুনের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে পারিবারিক কবরস্থানে বৃষ্টির বড় চাচা ফারুক শেখের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। বৃষ্টির মরদেহ দাফনের সময় খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানার অফিসার ইনচার্জ আন-নূর যায়েদ, বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বৃষ্টির বাবা-মা, স্বজনসহ এলাকাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জন নিহত হন।