অসচেতনতায় নিয়ন্ত্রণে আসছে না উচ্চ রক্তচাপ


অসচেতনতায় নিয়ন্ত্রণে আসছে না উচ্চ রক্তচাপ
দেশে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। সাধারণ মানুষের অসচেতনতা ও অজ্ঞতার কারণে কাঙ্খিত মাত্রায় হাইপারটেনশন নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে হাইপারটেনশনের কারণে ডায়াবেটিস, স্ট্রোক, কিডনি, হৃদরোগসহ বহুবিধ রোগের বৃদ্ধি ও ঝুঁকি দুটোই বেড়ে যাচ্ছে বলেও আশঙ্কা করছেন তারা।বুধবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য অধিপ্তরের নন-কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রামের (এনসিডিসি) উদ্যোগে হাইপারটেনশন বিষয়ক জাতীয় গাইডলাইনের দ্বিতীয় সংস্করণের উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।বিশেষজ্ঞরা বলেন, সব বয়সভেদেই উচ্চ রক্তচাপের রোগী যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি রোগীদের চিকিৎসায় সরকার ও ব্যক্তির খরচও বেড়ে চলেছে। এমতাবস্থায় হাইপারটেনশন সম্পর্কে সর্বত্র সচেতনতা আরও বাড়াতে হবে। একইসঙ্গে হাইপারটেনশন আরও নিয়ন্ত্রণের লক্ষ্যে গবেষণাভিত্তিক কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন গাইডলাইনে হাইপারটেনশন নিয়ন্ত্রণের লক্ষ্যে অনেক ধরনের তথ্য রয়েছে। এই তথ্য সর্বত্র ছড়িয়ে দিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ তাকাশি কোমোরি, কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুন উর রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (এনসিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমীন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আওয়াল রিজভী।অনুষ্ঠানে প্রকাশিত গাইডলাইনের (দ্বিতীয় সংস্করণ) বিভিন্ন অধ্যায়ের ওপর আলোচনা করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক এসএম মোস্তফা জামান, অধ্যাপক ফজিলাতুন্নেছা মালিক, অধ্যাপক এমএস জহিরুল হক, অধ্যাপক ইন্দ্রজিত প্রসাদ, অধ্যাপক শিরিণ আফরোজ ও ডা. সাব্বির হায়দার প্রমুখ।

সর্বশেষ :