‘আইপিএল খেললে ১৫ কোটি টাকা পেতাম’
অনলাইন নিউজ ডেক্স
এখন যদি আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতাম তাহলে ১৫ কোটি টাকা পেতাম। এমনটি বলেছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।
ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া ভারতের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘এখন যদি আমি আইপিএল খেলতাম অনায়াসে ১৫ কোটি টাকা পেতাম। শুধু তাই নয়, আমি থাকতাম দলের অধিনায়ক।’
১৯৮১ সাল থেকে ১৯৯২ পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১২ বছর ক্রিকেট খেলেন রবি শাস্ত্রী। পেশাদার ক্রিকেটার হিসেবে ৮০টি টেস্ট আর ১৫০টি ওয়ানডে ম্যাচ খেলেন এই তারকা অলরাউন্ডার। শাস্ত্রী ব্যাট হাতে সংগ্রহ করেন ৬ হাজার ৯৩৮ রান, আর বল হাতে শিকার করেন ২৮০ উইকেট।
ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য় পেশায় জড়িয়ে যাওয়ার পর প্রায় সাত বছর রবি শাস্ত্রী ছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ। প্রথমে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর। এরপর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বও সামলান তিনি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের চাকরি ছেড়ে দেন রবি শাস্ত্রী। তারপর থেকে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন তিনি। আসন্ন আইপিএলেও ধারাভাষ্য পেশায় দেখা যাবে ভারতীয় সাবেক এই তারকাকে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।