আচরণবিধির লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীকে নোটিশ
অনলাইন নিউজ ডেক্স
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের প্রার্থী ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস আব্দুল মতিনের কাছে ব্যাখ্যা তলব করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা যায়, বুধবার তিতাস উপজেলার মজিদপুর এলাকায় আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘন করে শীতবস্ত্র বিতরণ, সভা-সমাবেশে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন এমন অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
দাখিলকৃত অভিযোগপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ সংরক্ষণ করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। এ প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধির ১৮ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা জানতে চেয়ে আগামী ১২ জানুয়ারি দুপুর ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
