আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার উপর সন্ত্রাসী হামলা


আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার উপর সন্ত্রাসী হামলা
নওগাঁর আত্রাইয়ে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলীর উপর সন্ত্রাসী হামলা করে আহত করেছে সন্ত্রাসীরা।এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো.আব্দুর রাজ্জাক বাদী হয়ে আত্রাই থানায় অভিযোগ দায়ের করেছে।এদিকে অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতিবার)সন্ধ্যায় উপজেলার মালিপুকুর বাজারে ভুক্তভোগীর কীটনাশক ঔষধের দোকান বন্ধ করে গুড়নই বাজারে যাওয়ার পথে সন্ধ্যা ৬ টায় ৭ নং আসামি গোলাপের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলীর উপর লোহার রড,হকিস্টিক,চাপাতি, জিআই পাইপ সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চলিয়ে আহত করে । হামলায় অংশ নেয়, রেজাউল ইসলাম (৪৫)পিতা মৃত এনায়েতুল্লাহ,হিমেল(৩০)পিতা নজিবর,বাদশা(৩৫),রাঙ্গা(২২) উভয়ের পিতা মৃত আব্দুল সরদার, মো.শাহাদাত(৪০)পিতা কাছোইতুল্লা,মিনহাজ(২০)পিতা আজিজ, গোলাপ (৫৫),মোস্তাকিন (৪৫) উভয়ের পিতা মৃত মবেজ। সহ আরো ১০/১৫ জনের দল । এ সময় স্বেচ্ছাসেবকদল নেতার কীটনাশক ঔষধের দোকানের ক্যাশ ৮৩ হাজার কেড়ে নেয় সন্ত্রাসীরা।এ সময় চিৎকার চেচামেচিতে একালার মানুষ এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়,আহত স্বেচ্ছাসেবক দলের নেতাকে জরুরি ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।সন্ত্রাসীদের হামলার শিকার স্বেচ্ছাসেবকদল নেতা আজাদ আলী বলেন, যারা আমার উপর হামলা করেছে তারা সবাই আমার পাশের গুড়নই গ্রামের।দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত ও বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই বিরোধ করতো আমার সাথে তারই সেই শত্রুতার জেড়ে আজ আমার উপর অতর্কিত হামলা চালায়।এ ব্যাপারে জানতে চাইলে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন গত রাতে একটি অভিযোগ পেয়েছি । আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।