ইবির নতুন রেজিস্ট্রার হলেন ড. মনজুরুল
অনলাইন নিউজ ডেক্স
রেজিস্ট্রার পদ ভাগাভাগি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয়ে হট্টগোলের পরদিন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার বিকালে এক অফিস আদেশের মাধ্যমে এ পদে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হককে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।অফিস আদেশ সূত্রে, এইচএম আলী হাসানকে তার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদ থেকে বুধবার অপরাহ্ন হতে অব্যাহতি দেওয়া হলো। তিনি তার মূলপদ উপপরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।