ইসরাইলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাতসংশ্লিষ্ট ৭৫০ জনের মৃত্যু
অনলাইন নিউজ ডেক্স
শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ৭৫০ জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।
এছাড়া ইসরাইলি আগ্রাসনে আগস্টের শেষ পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি স্কুল বয়সি শিশু প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত, পঙ্গুত্ব বরণকারী এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন হাজার হাজার শিশু।
ফিলিস্তিনে নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রকাশিত এই বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে স্কুল এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক ভবনে নির্বিচারে হামলা চালিয়েছে। এর ফলে ৯২ শতাংশ বিদ্যালয় এখন পাঠদানের অনুপযোগী।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪০,৯৮৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৯৪,৮২৫ জন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।