ইসলামিক সলিডারিটি গেমসে ১৪ গোলের ম্যাচে দুর্দান্ত জয় আফগানদের
অনলাইন নিউজ ডেক্স
ইসলামিক সলিডারিটি গেমসে চমক জাগিয়ে শুরু করেছে আফগানিস্তানের জাতীয় ফুটসাল দল। সৌদি আরবের রিয়াদে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাজিকিস্তানকে ৯-৫ গোলে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করেছে তারা। টানটান উত্তেজনা, দ্রুতগতির আক্রমণ–প্রতি–আক্রমণ আর একের পর এক গোল—সব মিলিয়ে রোমাঞ্চকর এক ম্যাচে দারুণ ফুটবল উপহার দিয়েছে দুই দলই।
খেলার শুরু থেকেই আফগানিস্তান আক্রমণাত্মক কৌশলে এগিয়ে যায়। দ্রুত পাস আদান–প্রদান আর দারুণ সমন্বয়ে তারা তাজিকিস্তানের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। ফলও পেতে দেরি হয়নি। প্রথমার্ধেই আফগানিস্তান বেশ কয়েকটি সুযোগ কাজে লাগিয়ে আরামদায়ক লিড নেয়।
বিরতির পর তাজিকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কয়েকটি দৃষ্টিনন্দন গোলও তোলে তারা। কিন্তু আফগানদের সংগঠিত রক্ষণ আর ধারালো আক্রমণ থামানো যায়নি। শেষ পর্যন্ত ৯–৫ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আফগানিস্তান।
টুর্নামেন্টে এটি আফগানিস্তানের প্রথম জয়। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে জানিয়ে রাখলো তারা এসেছে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই। ম্যাচ শেষে আফগানিস্তানের কোচিং স্টাফ খেলোয়াড়দের প্রশংসায় ভাসান। দলটির উন্নত ফিটনেস, কৌশলগত পরিপক্বতা ও ফিনিশিং দক্ষতাকে তুলে ধরেন তারা। পরের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে আছেন খেলোয়াড়রা।
ইসলামিক সলিডারিটি গেমস মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত একটি বহু ইভেন্টের আন্তর্জাতিক প্রতিযোগিতা। একে অপরের মধ্যে ঐক্য ও ক্রীড়া–সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর অন্যতম জনপ্রিয় ইভেন্ট ফুটসাল।
