উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত


অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অংশ নেন।জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ভাষণ এবং বিভিন্ন দেশ-আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশে ফেরেন তিনি। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো আজ।