প্রস্তাব দীর্ঘমেয়াদি হলে নেতৃত্ব দিতে প্রস্তুত লিটন


দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যেই চাউর হয় তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল শান্ত দায়িত্ব ছেড়ে দিতে চান। টি-২০ বিশ্বকাপের পরও সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনা করে পুনরায় শান্ত দায়িত্ব চালিয়ে যেতে সম্মতও হন।তবে এমনটাও শোনা গেছে, টি-২০ দলের অধিনায়ক থাকতে চান না শান্ত। ওই ফরম্যাটে তার ফর্মও ভালো নয়। তার ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ দলের নেতৃত্ব দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছেন লিটন দাস। যদিও ব্যাটে রান পাননি লিটন। ডানহাতি ব্যাটার জানিয়েছেন, বোর্ড তাকে টি-২০ দলের দীর্ঘমেয়াদি দায়িত্ব দিলে তিনি নিতে প্রস্তুত।ওয়েস্ট ইন্ডিজে সিরিজ শেষে সাংবাদিকদের লিটন বলেন, ‘নেতৃত্বটা যেহেতু বোর্ডের কাছে চিন্তার, বোর্ড যদি চায় আমি নেতৃত্ব দিতে প্রস্তুত। দায়িত্ব নিতে না পারার কারণ নেই। আমি নেতৃত্ব উপভোগও করেছি।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছেন লিটন। অল্প রানের পুঁজি নিয়েও বোলারদের ঠিক মতো কাজে লাগিয়ে, ফিল্ডিং সেটআপ মিলিয়ে জয় তুলে নেন তিনি। এটা অভিজ্ঞতার কারণে পেরেছেন বলেও জানান ডানহাতি এই ব্যাটার, ‘অভিজ্ঞতা থেকেই অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই খেলছি, সঙ্গে বোলাদের যে দক্ষতা আছে তা কাজটা সহজ করেছে।’ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পুরোটাই ইনজুরির কারণে খেলতে পারেননি অধিনায়ক শান্ত। তার জায়গায় টেস্ট ও ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দেন মেহেদী মিরাজ। তার অধীনে একটি টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজে ভালো করেনি দল। বোর্ডে সংগ্রহ ভালো হলেও শেষ পযন্ত ম্যাচ বের করতে পারেননি মিরাজ। তবে টি-২০তে লিটনের নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো।