এস.এস.সি জীববিজ্ঞান- পরীক্ষার প্রস্তুতি – ২০২৫
শিক্ষা বাতায়ন ডেক্স
(অধ্যায় ১-৪) এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর :
1. শ্রেণিবিন্যাসের লক্ষ্য কী?
উত্তর : শ্রেণিবিন্যাসের লক্ষ্য হলো এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগেক সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা।
2. কে সর্বপ্রথম শ্রেণিবিন্যাসের ভিত্তি প্রবর্তন করেন?
উত্তর : ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম শ্রেণিবিন্যাসের ভিত্তি প্রবর্তন করেন।
3. দ্বিপদ নামকরণ কী?
উত্তর : গণ নামের শেষে একটি প্রজাতিক পদ যুক্ত করে দুটি পদের মাধ্যমে ICBN-এর নীতিমালা অনুসারে একটি নির্দিষ্ট প্রজাতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাই হলো দ্বিপদ নামকরণ।
4. দ্বিপদ নামকরণের মূল লক্ষ্য কী?
উত্তর : বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানাই দ্বিপদ নামকরণের মূল লক্ষ্য।
5. দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম লেখো।
উত্তর : দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হলো Copsychus saularis.
6. ক্যালোজ কী?
উত্তর : ক্যালোজ হলো এক প্রকার রাসায়নিক পদার্থ, যা উদ্ভিদের সিভনলে জমা হয়ে খাদ্য চলাচলে বিঘ্ন ঘটায়।
7. হরমোন কাকে বলে?
উত্তর : অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে।
8. প্লাজমালেমা কী?
উত্তর : কোষের প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরবিশিষ্ট যে পাতলা পর্দা থাকে তা-ই প্লাজমালেমা।
9. সেন্ট্রিওল কী?
উত্তর : প্রাণিকোষে অবস্থিত নিউক্লিয়াসের পার্শ্ববর্তী দুটি ফাঁপা ও নলাকার অঙ্গাণু।
10. স্ক্লেরেনকাইমা কী?
উত্তর : প্রোটোপ্লাজমাবিহীন, লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দ্বারা গঠিত কোষকে স্ক্লেরেনকাইমা বলে।
11. লিউকোপ্লাস্ট কী?
উত্তর : যেসব প্লাস্টিড কোনো রঞ্জক পদার্থ ধারণ করে না তাদের প্লাস্টিড বলে।
12. টিস্যুতন্ত্র কী?
উত্তর : টিস্যুতন্ত্র হলো একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুর সমষ্টি।
13. উড ফাইবার কী?
উত্তর : উড ফাইবার জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষ।
14. সরল টিস্যু কাকে বলে? উত্তর : যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে।
15 কোষ বিভাজনের উদ্দেশ্য কী?
উত্তর : কোষ বিভাজনের উদ্দেশ্য হলো জীবের বৃদ্ধি ও প্রজনন করা।
16. আকর্ষণ তন্তু (traction fibre) কী?
উত্তর : ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডলযন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সঙ্গে সংযুক্ত হয়। এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু (traction fibre) বলে।
17. মিয়োসিস কী?
উত্তর : যে কোষ বিভাজনে নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাকে মিয়োসিস বলে।
18. গ্যামেট কী?
উত্তর : এক প্রস্থ ক্রোমোজমবিশিষ্ট জনন কোষকে গ্যামেট বলে।
19. হ্যাপ্লয়েড কী?
উত্তর : এক প্রস্থ ক্রোমোজমকে হ্যাপ্লয়েড (n) বলে।
20. ডিপ্লয়েড কী?
উত্তর : দুই প্রস্থ ক্রোমোজমকে ডিপ্লয়েড (2n) বলে।
21. ম্যাক্রোনিউট্রিয়েন্ট কী?
উত্তর : উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে।
22. মৌল বিপাক শক্তি কী?
উত্তর : বিশ্রাম অবস্থায় আমাদের শ্বাস-প্রশ্বাস, হৃিপণ্ড প্রভৃতির সঙ্গে সংশ্লিষ্ট কাজ যে শক্তির মাধ্যমে সম্পাদিত হয়, তাকে মৌল বিপাক শক্তি বলে।
23. শ্বসনিক বস্তুু কাকে বলে?
উত্তর : শ্বসনিক প্রক্রিয়ায় শর্করা, চর্বি, জৈব এসিড ইত্যাদি জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়, এমন বস্তুুকে শ্বসনিক বস্তুু বলে।
24. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কত অণু O₂ উৎপন্ন হয়?
উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ৬ অণু অক্সিজেন উৎপন্ন হয়।
25. মুথা ঘাস কোন ধরনের উদ্ভিদ?
উত্তর: মুথা ঘাস C4 উদ্ভিদ।
26. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় ইথানল উৎপন্ন করে?
উত্তর: উদ্ভিদ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ইথানল উৎপন্ন করে।
27. স্থিতিক শক্তি কাকে বলে?
উত্তর: সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্যবস্তুর মধ্যে যে শক্তি উৎপন্ন করে তাকে স্থিতিক শক্তি বলে।
28. শক্তির মূল উৎস কী?
উত্তর: শক্তির মূল উৎস সূর্য।
29. জৈব যৌগ কাকে বলে?
উত্তর: সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে যে সকল যৌগ তাকে জৈব যৌগ বলে।
30. ATP এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কী পরিমাণ সৌরশক্তি আবদ্ধ হয়?
উত্তর: ATP এর তৃতীয় ফসফেট বন্ধনীতে প্রায় ৭৩০০ ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়।
31. আলোক নির্ভর পর্যায় কাকে বলে?
উত্তর: যে পর্যায়ে আলো অপরিহার্য সৌরশক্তি রাসায়নিক শক্তিতেরূপান্তরিত হয় তাকে আলোক নির্ভর পর্যায় বলে।
32. স্পিন্ডল তন্তুু কী?
উত্তর: স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুুকে স্পিন্ডল তন্তুু বলে।
33. কোন ধরনের জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়?
উত্তর: ব্যাকটেরিয়া, ঈস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়।
34. মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোমের কয়বার বিভাজন ঘটে?
উত্তর: মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের একবার বিভাজন ঘটে।
35. সমীকরণিক কোষ বিভাজন কোনটি?
উত্তর: মাইটোসিস কোষ বিভাজন সমীকরণিক কোষ বিভাজন নামে পরিচিত।
36. কোন বিভাজন প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়?
উত্তর: মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়।
37. ক্যারিওকাইনেসিসের দীর্ঘস্থায়ী ধাপ কোনটি?
উত্তর: ক্যারিওকাইনেসিসের দীর্ঘস্থায়ী ধাপ হলো প্রোফেজ।
38. লাইসোসোম জীবকোষকে কী করে?
উত্তর: লাইসোসোম জীব কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে।
39. প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কী?
উত্তর: প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম রাইবোসোম।
40. কোন কোষে প্লাস্টিড থাকে না?
উত্তর: প্রাণিকোষে প্লাস্টিড থাকে না।
41. মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?
উত্তর: মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শক্তি উৎপাদন করা।
42. ক্রেবস্ চক্র কোথায় সংঘটিত হয়?
উত্তর: ক্রেবস্ চক্র মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়।
43. স্নায়ু টিস্যু কী দ্বারা গঠিত?
উত্তর: স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দ্বারা গঠিত।
44. তন্ত্র কী?
উত্তর: একাধিক অঙ্গ মিলিতভাবে যদি একই ধরনের শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে তবে ঐ অঙ্গসমূহকে একত্রে তন্ত্র বলে।
45. কোলেনকাইমার প্রধান কাজ কী?
উত্তর: উদ্ভিদদেহকে দৃঢ়তা প্রদান করা ও খাদ্য প্রস্তুত করাই কোলেনকাইমার প্রধান কাজ।
46. নামকরণ কী?
উত্তর: কোনো উদ্ভিদের (বা প্রাণীর) বৈজ্ঞানিক নাম দেওয়া সংক্রান্ত নীতিমালা তৈরি, ব্যাখ্যা ও প্রয়োগকে নামকরণ বলা হয়।
47. গণ কী?
উত্তর: এক বা পরস্পর নিকট সম্পর্কযুক্ত একাধিক প্রজাতির সমন্বয়ে গঠিত হয় এক একটি গণ। গণ নামের প্রথম অক্ষরটি সর্বদাই ইংরেজি বড় অক্ষরে লেখা হয় \'এবং বিশেষ্যরূপে কাজ করে। যেমন- বট, ডুমুর একই গণ Ficus এর অন্তর্গত।
48. ট্যাক্সেনমিতে জীবের কোন বিষয় আলোচনা করা হয়? উত্তর: ট্যাক্সেনমিতে জীবের শ্রেণিবিন্যাস ও রীতিনীতিসমূহ আলোচনা করা হয়।
49. বাস্তুবিদ্যা কী?
উত্তর : প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে বাস্তুবিদ্যা বলে।
50. জীবজগতের সর্বোচ্চ একক কী?
উত্তর: জীবজগতের সর্বোচ্চ একক হলো জগৎ (Kingdom)।
51. জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞানকে কী বলে?
উত্তর: জীব পুরিসংখ্যান বিষয়ক বিজ্ঞানকে জীব পরিসংখ্যাবিদ্যা বলে।
52. ফলিত জীববিজ্ঞানের কোন শাখায় মাছ উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়?
উত্তর: ফলিত জীববিজ্ঞানের মৎস্যবিজ্ঞান শাখায় মাছ উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়।
গোলাপ হল রোজেই পরিবারের রোসা গণের এক প্রকারের বহুবর্ষজীবী উদ্ভিদ।গোলাপ (বৈজ্ঞানিক নাম: Rosa rubiginosa (রোজা রুবিগিনোস
তৌফিক সুলতান, শিক্ষক -
ঘাগটিয়া চালা মডেল হাইস্কুল,গাজীপুর।
towfiqsultan.help@gmail.com
01301483833
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।