ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠায় জনগণের পাশে দাঁড়াতে হবে ইফতার মাহফিলে জননেতা রেজু
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৪ মার্চ)উপজেলার ভবানীপুর বাজার ধানপট্টি চত্বরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে বায়েজিদ হোসেন নসিব এর সঞ্চালনায় বিকেল ৪ ঘটিকায় শুরু হওয়া
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -৬সংসদীয় আসনে বিগত উপনির্বাচনে ধানের শীষ প্রতীক প্রাপ্ত বিএনপি প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু ,যুগ্ম আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি ,
প্রধান অতিথি র বক্তৃতায় তিনি দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো র রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।সেই সাথে নওগাঁ -৬ সংসদীয় আসন আত্রাই রাণীনগর এই জনপদে কোন দখল বাজি, সন্ত্রাস, চাঁদাবাজি চলবে না বলে হুশিয়ারী দেন ।
এসময় তিনি দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠায় সকল কে জনগণের পাশে দাঁড়িয়ে এলাকার মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। কামরুল হাসান সাগর সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্র দল,কৃষক দলের নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপি নেতা, মান্নান সরদার সহ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমূখ ।
ইফতার পরবর্তী সময়ে দুঃস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন।
