কারফিউতে পদ্মা সেতুতে সর্বনিম্ন টোল আদায়ের রেকর্ড।


কারফিউর ৫ দিনে পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৯৫৮ যান চলাচল করেছে। এই ৫ দিনে টোল আদায় হয়েছে মাত্র ৩ কোটি ৩৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা। অথচ সেতুটি দিয়ে গত দুই বছরের গড়ে প্রতিদিন ১৯ হাজার ১৬৮ যান পারাপারে এক দিনেই টোল আদায় হয় ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার ২২ টাকা। সেই হিসেবে টোল আদায় হওয়ার কথা ১১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ১১০ টাকা। কম রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৯১০ টাকা।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, শুক্রবার (১৯ জুলাই) কারফিউর প্রথম দিনে ৭ হাজার ৯৭০ যান পারাপারে ৮১ লাখ ৪৫ হাজার ৪৫০ টাকা রাজস্ব আসে। কারফিউর দ্বিতীয় দিন শনিবার (২০ জুলাই) ৪ হাজার ৪৪৪ যান পারাপারে টোল আদায় হয়েছে ৪৭ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। কারফিউর তৃতীয় দিন রোববার (২১ জুলাই) ৪ হাজার ৭০৬ টি যান পারাপারে টোল আদায় হয় ৪৬ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকা। এটিই সেতুতে সর্ব নিম্ন টোল আদায়।কারফিউর চতুর্থ দিন সোমবার (২২ জুলাই) ৬ হাজার ৫৯২ যান পারাপারে রাজস্ব আসে ৬৮ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা। আর কারফিউর ৫ম দিন মঙ্গলবার (২৩ জুলাই) ৮ হাজার ২৪৬ যান পারাপারে টোল আসে ৯০ লাখ ৯৯ হাজার ১০০ টাকা। কারফিউতে অ্যাম্বুলেন্স, খাবারের ট্রাকসহ জরুরি যান চলাচল করে। এছাড়া কারফিউর শিথিল সময়েও কিছু যান পারাপার হয়।এছাড়া কারফিউর আগের দিন ১৮ জুলাই পদ্মা সেতু দিয়ে ১০ হাজার ৪৬টি যান পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৯ হাজার ৫৫০ টাকা। ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীরা সেতুর মুখে মাওয়া পয়েন্টে যান চলাচল বন্ধের চেষ্টা চালায়। এর পরদিন বৃহস্পতিবারই মোতায়েন করা হয় বিজিবি। আর কারফিউ জারির পর শুক্রবার (১৯ জুলাই) থেকে সেনা মোতায়েন হয়।