কারিনাকে কনসার্ট মিস করার কষ্ট ভুলিয়ে দিলেন স্বামী-ছেলে
অনলাইন নিউজ ডেক্স

মুম্বাইয়ে চলছে জনপ্রিয় রক ব্যান্ড ‘গানস এন’ রোজেস’-এর কনসার্ট। সাধারণ দর্শক-শ্রোতা থেকে শুরু করে বহু বলিউডের তারকা এই কনসার্ট দেখার জন্য মুখিয়ে ছিলেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানেরও ইচ্ছা ছিল এই কনসার্ট উপভোগ করার। কিন্তু কনসার্টে মিস করে ফেলেছেন সাইফপত্নী। এতে ভীষণ মন খারাপ হয় তার। তবে স্বামী ও ছেলে তার মন ভালো করার জন্য বাড়িতেই করে ফেললেন এক মিনি কনসার্ট।সোমবার (১৯ মে) ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা কাপুর দুটি ছবি শেয়ার করেছেন, যাতে দেখা যায় তার নিজের বাড়িতে চলছে এক ‘মিনি কনসার্ট’। প্রথম ছবিতে সাইফ আলি খান ও তাদের ছেলে তৈমুর আলি খান গিটার বাজাচ্ছেন, যা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।ছবিটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘হয়তো গানস এন রোজেস মিস করেছি…’। সঙ্গে একটি তারা ইমোজি জুড়ে দিয়েছেন।দ্বিতীয় ছবিটি ছিল সাদা-কালো, যেখানে বাবা-ছেলের সেই একই গিটারের মুহূর্ত আবার ধরা পড়েছে। এর ক্যাপশনে কারিনা মজার ছলে লেখেন, ‘তবে আমার নিজের ব্যান্ড তো আছে’। এরসঙ্গে আগুন, ভালোবাসা ও হাসিমুখ ইমোজি যুক্ত করেন।ঘরের এই আদুরে পরিবেশ যে তাকে ভালোভাবেই আনন্দ দিচ্ছে, তা যেন ছবিগুলো থেকেই বোঝা যায়। তাই গানস এন’ রোজেস না দেখলেও কারিনার দিন যে গান আর ভালোবাসায় ভরপুর, তা নিঃসন্দেহে বলা যায়!এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন কারিনা কাপুর। সম্প্রতি তিনি অভিনয় করেছেন রোহিত শেঠির সিনেমা ‘সিংঘম এগেইন’-এ, যেখানে প্রধান চরিত্রে রয়েছেন অজয় দেবগন। পরবর্তী সময়ে তিনি অভিনয় করবেন মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায়। এতে তার বিপরীতে দেখা যাবে প্রিথ্বিরাজ সুকুমারনকে।ইনস্টাগ্রামে মেঘনা ও প্রিথ্বিরাজের সঙ্গে স্ক্রিপ্ট পড়ার কিছু ছবি শেয়ার করেছেন কারিনা। ক্যাপশনে নিজেকে ‘ডিরেক্টরের অ্যাক্টর’ বলে উল্লেখ করেন। সিনেমাটিতে কাজ করার জন্য তিনি বেশ উত্তেজিত বলেও জানান।প্রিথ্বিরাজকে ‘দারুণ অভিনেতা’ বলে প্রশংসা করে কারিনা।জানান, তিনি প্রিথ্বিরাজের কাজ বরাবরই প্রশংসা করে এসেছেন।প্রথমে এই সিনেমাতে প্রিথ্বিরাজের জায়গায় আয়ুষ্মান খুরানাকে ভাবা হয়েছিল। তবে জানা যায়, শিডিউল জটিলতার কারণে আয়ুষ্মান ছবিটিতে সময় দিতে পারেননি।
