কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন
অনলাইন নিউজ ডেক্স
কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের চার নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বােধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) মিজানুর রহমান, কুষ্টিয়া সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. মহসিন উদ্দীন, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সদর উপজলা সহকারি শিক্ষা অফিসার মো. মোস্তফা মাহমুদ, চার নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া পারভীনসহ সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের হাত নতুন বছরের নতুন বই তুলে দেন। নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।