কুষ্টিয়া ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


কুষ্টিয়া ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী  নিহত
কুষ্টিয়ার মিরপুরে ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে ) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩৪) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)। তুষার ঝিনাইদেহ একটি বেসরকারি ফিড মিলে কর্মরত ছিলেন। আর রাব্বি ছিলেন একজন মুদি ব্যবসায়ী। তাদের দুজনেরই বাড়ি কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায়। বিজ্ঞাপন পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে আহসান হাবিব তুষার (৩৫) ও রাব্বি (৩০) মোটরসাইকেলযোগে কোরবানির ছাগল কেনার উদ্দেশ্যে মিরপুর পশুর হাটের উদ্দেশ্যে রওনা হন। মিরপুর বিজিবি সেক্টরের সামনে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে একই দিকে যাওয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হন তারা। এ সময় ঘটনাস্থলেই মারা যান আহসান হাবীব তুষার। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার হামিদুর ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘এ ঘটনায় দুইজন মারা গে‌ছেন। ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাকটিকে জব্দ ক‌রে থানায় নেওয়া হয়েছে।’