ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত: তামিম
অনলাইন নিউজ ডেক্স
বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারত। বিষয়টির জেরে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে আইসিসিকে নিরাপত্তা শঙ্কার বিষয়টি জানিয়েছে বিসিবি। আনুষ্ঠানিক চিঠিতে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ স্বার্থ বিবেচনা করে এবং ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের ক্রিকেটের মূল আর্থিক সংস্থান আইসিসি টুর্নামেন্ট থেকে আসে বলেও উল্লেখ করেছেন তিনি। হুট-হাট মন্তব্য না করে, আলোচনা করে মন্তব্য করার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম বলেন, ‘এই মুহূর্তে বিষয়টি নিয়ে মন্তব্য করা কঠিন। আমি বোর্ডে থাকলে সিদ্ধান্ত হতো ভবিষ্যত চিন্তা করে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান কী, ভবিষ্যত কী সব কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতাম। অনেক সময় আলাপ-আলোচনা করে অনেক কিছুর সমাধান করা যায়। অবশ্যই সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তবে বিসিবি স্বাধীন প্রতিষ্ঠান, বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত থাকতে হবে। তারা যেটা সঠিক মনে করবে সেই সিদ্ধান্ত নিতে হবে। জনগণের মত, আবেগের ওপর এতো বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না। আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর কী ধরনের প্রভাব ফেলবে, এসব চিন্তা করে দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য ভালো এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।’
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে বিসিবি কর্মকর্তারা নানা ধরনের মন্তব্য করছেন। বিষয়টি ইতিবাচকভাবে নিচ্ছেন না বোর্ড নির্বাচনে দাঁড়িয়ে সরে যাওয়া তামিম। তার মতে, একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তবেই বিসিবির পক্ষ থেকে মন্তব্য করা উচিত। এমন সংবেদনশীল বিষয়ে কথা বলার আগে নিজেদের মধ্যে আলোচনা করাও জরুরী, ‘এটা সেনসেটিভ ইস্যু। একটা কথা বলে ফেললে পেছনে ফিরতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেটের ৯০ থেকে ৯৯ শতাংশ অর্থ আইসিসি থেকে আসে। সব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।’
তামিম মনে করেন, বিষয়টি নিয়ে প্রতিদিন কথা বললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিষয়টি নিয়ে দায়িত্বশীল পর্যায় থেকে মন্তব্য আশা করেন তিনি, ‘অনেক মন্তব্যই দেখছি। এখান থেকে একজন, ওখান থেকে একজন মন্তব্য করছেন। এটা অপ্রয়োজনীয়। পরিস্থিতি আরও খারাপ করে ফেলে। আপনাদের কাছে (বোর্ড কর্মকর্তা) সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি তথ্য আছে। যেটা সঠিক মনে হবে, নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পর মন্তব্য করবেন। এমন নয় যে, এটা নিয়ে প্রতিদিন কথা বলতে হবে।’
এসময় তামিম ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়েও কথা বলেন। বোর্ড নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে তিনি প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে জানান, তিনি মাঠের ক্রিকেট বন্ধ হওয়ার পক্ষে নন। যে কারণে ডিপিএলে তার দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছেন। ক্রিকেট চলামান রেখে প্রতিবাদ চালিয়ে যেতে চেয়েছেন। এছাড়া দেশের অন্যান্য জায়গার মতো ঢাকায় বিকেল বেলার ক্রিকেট সংস্কৃতি ফিরিয়ে আনা জরুরী মনে করের তিনি।
