গুঞ্জন উড়িয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন মৌসুমী


গুঞ্জন উড়িয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন মৌসুমী
সম্প্রতি গুঞ্জন উঠেছিল—অভিনয় থেকে বিদায় নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এমনকি চলতি মাসের শুরুতে তার স্বামী, অভিনেতা ওমর সানি মন্তব্য করেছিলেন, মৌসুমী নিজেকে ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন—যা এ গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো আর কখনো পর্দায় দেখা যাবে না ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রীকে।তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরলেন মৌসুমী। তবে এবার সিনেমা নয়, তিনি ফিরছেন একটি টেলিছবির মাধ্যমে।দুই বছর ধরে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। মায়ের অসুস্থতা এবং মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী। তবে এর মাঝেও অভিনয়ের প্রতি টান থেমে থাকেনি। ‘পিএস চাই সুন্দরী’ নামে একটি টেলিছবির শুটিংয়ে সম্প্রতি অংশ নিয়েছেন মৌসুমী। ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে এর শুটিং।টেলিছবিটিতে মৌসুমীর সহশিল্পী হিসেবে আছেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর শুটিংয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে জানান, এটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ)-এর ঈদুল আজহার বিশেষ আয়োজনে।ভিডিওতে মৌসুমী বলেন, ‘পিএস চাই সুন্দরী’ নামে আমাদের নাটকটি আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করেতে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্যরকম গল্পের কাজ এটি।এ টেলিছবি ছাড়াও একই চ্যানেলের আরও একটি নাটকে অভিনয় করেছেন মৌসুমী।উল্লেখ্য, মৌসুমীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধাসহ আরও অনেকে।