চাঁদপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনির অভিযান


চাঁদপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে  যৌথবাহিনির অভিযান
চাঁদপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সেনা বাহিনীর নেতৃত্বে গঠিত যৌথবাহিনি। ৩ সেপ্টেম্বর সকাল ৯ টা হতে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শহরের বাবুরহাট এলাকায় অভিযানে লাইসেন্স বিহীন সিএনজি, হেলমেট বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বিভিন্ন যানবাহকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেঃ জাবিদ হাসান জানান, গত ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় যৌথবাহিনির অভিযানে বিভিন্ন অভিযোগে ৩টি আটকে ১১ হাজার এবং ৭ মামলায় ২১ হাজার সহ মোট ৩৩ হাজার টাকা জরিমান আদায় করা হয়।