চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সমন্বয় মতবিনিময় সভা
আবুল কাশেম, উপজেলা প্রতিনিধি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি তার বক্তব্যে বলেন, \"গণতন্ত্রের প্রধান ভিত্তি হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।\"
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। গুজব প্রতিরোধ এবং কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহাদাত হোসেন মাসুদ। তিনি জেলার নির্বাচনী প্রস্তুতির বর্তমান চিত্র তুলে ধরেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বক্তারা একটি উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
