চাঁপাইনবাবগঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মানিত হলেন সাজ্জাদ হোসেন


চাঁপাইনবাবগঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মানিত হলেন সাজ্জাদ হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন । রবিবার (১৪মে) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার এ এইচএম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার) সাজ্জাদ হোসেনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রোকনুজ্জামান সরকার,অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল আতোয়ার রহমানসহ জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ উপস্থিত ছিলেন। গত মার্চ ও এপ্রিল মাসে সন্ত্রাস ও মাদক প্রতিরোধি আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।