চার ছক্কায় বিধ্বস্ত শামি, গড়লেন আইপিএলের লজ্জার রেকর্ড


চার ছক্কায় বিধ্বস্ত শামি, গড়লেন আইপিএলের লজ্জার রেকর্ড

আইপিএল ২০২৫ আসরে মোহাম্মদ শামির দুঃস্বপ্ন যেন থামছেই না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয় ইনিংসে ২১ ওভারে ২৩৩ রান দিয়ে তার ইকোনমি রেট দাঁড়িয়েছে ১১.১ এ।

সবচেয়ে বাজে দিনটা এল ১২ এপ্রিল, শনিবার। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং করতে নেমে শামি খরচ করেন ৭৫ রান। চার ওভারের এই স্পেল এখন আইপিএলে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল।

এর আগে এই রেকর্ড ছিল মোহিত শর্মার দখলে, যিনি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭৩ রান দিয়েছিলেন। সেই রেকর্ড পেছনে ফেলে এখন শামিই শীর্ষে।

শামির প্রথম ওভারে আসে ১৪ রান। দ্বিতীয় ওভারে আরও ২৩। যদিও তৃতীয় ওভারে কিছুটা ফিরেছিলেন, খরচ করেন মাত্র ১১ রান। কিন্তু চতুর্থ ওভারে সব ভেঙে পড়ে। ইনিংসের শেষ ওভারে মার্কাস স্টয়নিস তাকে চারটি ছক্কা হাঁকিয়ে তুলে নেন ২৭ রান।

এই ওভারের কারণেই ৭৫ রানের লজ্জার রেকর্ড গড়ে বসেন শামি।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেলের তালিকায় শীর্ষ পাঁচ:

০/৭৬ – জোফ্রা আর্চার বনাম সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ, ২০২৫
০/৭৫ – মোহাম্মদ শামি বনাম পাঞ্জাব কিংস, হায়দরাবাদ, ২০২৫
০/৭৩ – মোহিত শর্মা বনাম দিল্লি ক্যাপিটালস, দিল্লি, ২০২৪
০/৭০ – বাসিল থাম্পি বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরু, ২০১৮
০/৬৯ – ইয়াশ দয়াল বনাম কলকাতা নাইট রাইডার্স, আহমেদাবাদ, ২০২৩