ছাত্রলীগ নেতা আকাশ ৩ দিনের রিমান্ডে
অনলাইন নিউজ ডেক্স
রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন আমলী আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইএ রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তাকে আদালতে সোপর্দ করে ৪ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশকে ১৫ ফেব্রুয়ারি জামালপুর জেলার ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জুলাই বিপ্লবের পর রংপুর থেকে পালিয়ে নিজ এলাকায় আশ্রয় নিয়েছিলেন তিনি।গত বছর ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় তার বড় ভাই রমজান আলী হত্যা মামলা করেন।