জগন্নাথপুরে চেয়ারম্যান পদে উপ নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান ১২জন প্রার্থী


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ নেতারা। ঢাকার ধানমন্ডি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ইতিমধ্যে ১২ জন আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান হারুন রাশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিল্প-মানব বিষয়ক সম্পদ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, সৈয়দপুর- শাহাড়পারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হাসান, সিলেট মহানগরের মহিলা লীগ নেত্রী সাবেক জেলা পরিষদের সদস্য সাবিনা সুলতানা হালিমা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি মো. হরমুজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সাবেক পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিরাজুল হক। গত ২ নভেম্বর উপজেলা পরিষদের এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। ২৬ ডিসেম্বর আকমল হোসেন মৃত্যু বরন করলে তাঁর শুন্যতায় তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করার পর উপজেলা জুড়ে আলোচনার ঝড় বইছে। দীর্ঘ কাঙ্খিত তফসিল ঘোষণা হওয়ায় সম্ভাব্য প্রার্থী সহ ভোটার সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এর মধ্যে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা প্রত্যাশীরা সরব হয়ে উঠেছেন। চলতি ২০২৩ সালের ৯ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদে উপ- নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ৩০ এপ্রিল যাচাই-বাছাই। ২ থেকে ৪ মে আপিল দাখিলের শেষ তারিখ। ৫ থেকে ৭ মে আপিল নিস্পত্তির তারিখ। ৮ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। সবশেষে আগামী ২৫ মে অনুষ্ঠিত হচ্ছে সেই দীর্ঘ কাঙ্খিত নির্বাচন। ১০ এপ্রিল সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢাকার ধানমন্ডি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার জানামতে ১০জন আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন আর যদি পরে কেউ দিয়ে থাকেন আমার জানা নায়। মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে জানতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান ভূইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সম্ভবত ১৪জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছেন। এবার আমরা রেজুলেশন করে কেন্দ্রে প্রার্থীদের নাম পাঠাইনি। কেউ কেউ নাম প্রকাশ না করে কাজ করে যাচ্ছেন।##