জনতা ব্যাংকের রেশ কাটতে না কাটতেই এবার সমিতির গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও


জনতা ব্যাংকের রেশ কাটতে না কাটতেই এবার  সমিতির গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকের পিয়ন কর্তৃক টাকা লোপাটের রেশ কাটতে না কাটতেই ষ্টার দরগাপাড়া উন্নয়ন সমিতির ৫ শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে মোঃ রতন মিয়ার বিরুদ্ধে। সমিতির মালিক রতন মিয়া শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার মুক্তা মিয়ার পুত্র বলে জানা গেছে।, এ নিয়ে বুধবার (১২ জুলাই) সকালে ভুক্তভোগী পরিবারের লোকজন মানববন্ধন করে এবং বিক্ষোভ প্রদর্শন করে থানায় এসে সমিতির মালিক রতন মিয়া, রাতুলসহ জড়িতদের গ্রেফতার ও অর্থ উদ্ধারের দাবি জানান। সেইসাথে পৌরসভার মেয়র, থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।, এ ব্যাপারে সমিতির মালিক রতন মিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও সমিতির আদায়কারী ও জামিরতা ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ জহুরুল ইসলাম বলেন, সমিতির মালিক রতন মিয়া বুধবার সকল গ্রাহককে টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি টাকা না দিয়ে আত্মগোপনে চলে গেছেন।, এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।,