জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী


জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী
বহুতল ভবনে আগুন, সবাই নিজের প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটছিল, তখন এক তরুণীকে দেখা যায়, আগুনে ঝাঁপ দিয়ে তার পোষা ছোট্ট কুকুরছানাকে উদ্ধারে ব্যস্ত। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নিজের জীবনের মায়া না করে অবলা প্রাণীর প্রতি নিঃস্বার্থ ভালবাসার জন্য তরুণীকে ‘আসল নায়ক’ বলে আখ্যা দিয়েছেন সবাই। তরুণীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে বহুতল ভবন। দমকলকর্মীরা আগুন নেবানোর চেষ্টা করছেন। সেই পরিস্থিতিতে তরুণীকে দেখা যায় ভবনের উঁচু বারান্দায়। একটি কুকুর ছানাকে উদ্ধার করে নিচে দমকলকর্মীদের দিকে ছুড়ে দিচ্ছেন । পোষ্যকে নিরাপদ অবস্থায় পৌঁছে দেওয়ার পর তিনি নিজে বারান্দার রেলিং থেকে ঝুলে আগুনের হাত থেকে বাঁচার চেষ্টা করেন। পরে দমকলকর্মীরা তরুণীর কাছে মই পৌঁছে দেন। সেই মইয়ের সাহায্যে তিনি নেমে আসেন। ঘটনাটি ফিলিপিন্সের সেবুর মান্দাউ শহরের একটি বাড়িতে। সংবাদ সূত্রে খবর, বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে আগুন লেগেছিল। মাত্র ৪০ মিনিটের মধ্যে মান্দাউ দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।