ঝিনাইদহের কোটচাঁদপুর জাতীয় ৫২ তম স্কুল,মাদ্রাসা ও কারিগরি সমিতির শীতকালিন ক্রীড়া ও পুরস্কার বিতরন


ঝিনাইদহের কোটচাঁদপুর জাতীয় ৫২ তম স্কুল,মাদ্রাসা ও কারিগরি সমিতির শীতকালিন ক্রীড়া ও পুরস্কার বিতরন
কোটচাঁদপুরে  শীতকালীন ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। আজ (রবিবার) পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এ পুরস্কার দেয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন, ৩৩ টি স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা। এ বছর ৪৫ টি ইভেন্টে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এ সব খেলায় অংশ গ্রহন করেন,উপজেলার ৩৩ টি স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা।