টঙ্গীবাড়িতে  সামান্য বৃষ্টিতেই সড়কে হাটু পানি।


সামান্য বৃষ্টিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-গাড়ুরগাও রাস্তাটিতে হাটু সমান পানি জমে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিনের সমস্যাটি সমাধান না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। পানিতে ডুবে থাকা সড়কের গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।সরজমিনে গিয়ে দেখা গেছে,১৯/০৩/২৩ রবিবারের সকালের বৃষ্টিতে হাসাইল বানারী ইউনিয়নের ব্যাংক এশিয়া-গাড়ুরগাও যাতায়াতের একমাত্র রাস্তাটির বাবু দেওয়ানের দোকান থেকে জহুল গাইন এর দোকান পর্যন্ত প্রায় ৫০০ মিটার জায়গা পানিতে তলিয়ে চলাচলে অনুপোযোগি হয়ে পড়েছে। রবিবার বিকালে রাস্তার কিছু অংশ থেকে পানি সরে গেলেও এখনো পর্যন্ত বাবু দেওয়ানের দোকান হইতে তাজু মোল্লার বাড়ি পর্যন্ত হাটু পরিমান পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন এই জলাবদ্ধতা মাসের পর মাস পেড়িয়ে গেলেও সমাধান হবেনা। আর এর মধ্যে যদি আবারো বৃষ্টি হয় তাহলে সাতার কেটে রাস্তা পারপার হওয়া লাগবে।স্থানীয় মনা ছৈয়াল, তাজু মোল্লা,কাদির ছৈয়াল,নাজমুল হোসেন,দিদার ফকির সহ আরো অনেকেই বলেন, বৃষ্টি আসলেই এই রাস্তাটিতে হাটু সমান পানি জমে যায়। দীর্ঘদিনেও পানি সড়ে না। যার ফলে চরম ভোগান্তিতে পরি আমরা। আমাদের বাড়ি রাস্তাটির মাঝামাঝি হওয়াতে রাস্তার উত্তর ও দক্ষিণ উভয় পাশে যেতে হলে পানিতে ভিজেই জরুরি কাজে বের হতে হয়। অনেকবার মেম্বার চেয়ারম্যান কে বলেও কোনো লাভ হয়নি। তারা শুধু প্রতিশ্রুতিই দিয়ে গেলো কাজের কাজ কিছুই করলোনা।হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার বাবু হাওলাদার বলেন, রাস্তাটি সংস্কারের জন্য কয়েকবার উর্ধতন কর্মকর্তাদের জানাইছি তারা সংস্কার করে দেওয়ার কথা বলেছিলো।হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান এর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।