ডাকাত দলের নারী সদস্যসহ গ্রেফতার ১২, অস্ত্র উদ্ধার


কুমিল্লার দাউদকান্দি থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ৫ ডাকাত, প্রতারকচক্রের ৭ সদস্যসহ ১২ জনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ ডাকাতচক্রের হাত থেকে একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র ও প্রতারক চক্রের কাছ থেকে অলিখিত স্ট্যাম্প, চেক, নগদ টাকা উদ্ধার করে। শনিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংথে মারমা, নাজমুল হাসান, ডিবির ওসি রাজেস বড়ুয়া, দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হকসহ পুলিশের পদস্থ কর্মকর্তাগণ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান জানান, ভুয়া পুলিশ ও সাংবাদিক সেজে এক নারী সদস্যকে দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে প্রবাসীর বাবার নিকট থেকে ২৯ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শুক্রবার রাতভর ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। তারা হচ্ছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামের ভুয়া ডিবি পুলিশ সৈয়দ আয়াতুল্লাহ (৩৭), বালুতোপা গ্রামের কবির হোসেন (২৮), একই গ্রামের ভুয়া ডিবি সদস্য ইমরান হোসেন (৪০), বরুড়া উপজেলার শ্রীপুর গ্রামের ভুয়া সাংবাদিক মোজাম্মেল হক (৩৬), গালিমপুর গ্রামের আবদুর রহিম (৪২), লাকসামের বিজরা গ্রামের শাখাওয়াত হোসেন (২৮), চান্দিনার কেশরা গ্রামের তাসনুবা আক্তার (২৩)। আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘাত এখন প্রকাশ্যে অপরদিকে একই রাতে পৃথক অভিযানে দাউদকান্দি থানা পুলিশ স্বল্পপেন্নাই এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করে। তারা হচ্ছে, দাউদকান্দির মিলন মিয়া ওরফে আকাশ (২৮), বাবু মিয়া (২২), পারভেজ (২২), দেবীদ্বারের মামুন মিয়া (১৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার হৃদয় মিয়া (১৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই-ডাকাতি অস্ত্রসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে।