ক্রিড়া, কল্যাণ, আত্মরক্ষা ও আত্মশুদ্ধি নিয়ে কাজ করে । ২০১৯ সাল থেকে সফলতার সাথে কাজ করছে ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ করে আত্মরক্ষা, লাঠি খেলা,শরীরচর্চা, ইয়োগা, ধ্যান, আনন্দ শিক্ষার ও সমাজসেবার মাধ্যমে প্রকৃত মানুষ, সহজ মানুষ, শুদ্ধ মানুষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে।
গত ২৮ শে আগস্ট ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার ডিসিপ্লিন্স ফায়ার প্রতিষ্ঠানের ডিসিপ্লিন্স আর্ট প্রোগ্রামের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ছাত্র ছাত্রীরা ১ম ধাপ ও ২য় ধাপের পরীক্ষা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পরবর্তী ধাপে সফলভাবে উত্তীর্ণ হয়। ১ম ধাপে প্রথম স্থান অর্জন করে মুয়াজ মোহাম্মদ এবং এছাড়াও সফলতার সাথে উত্তীর্ণ হয় তাশফিকুল আলম স্বাধীন , আয়েশা, সাদিদ ,গালিব স্পন্দন ও তোওফা। এবং দ্বিতীয় ধাপে প্রথম স্থান অর্জন করে যৌথভাবে শুভ্রা সিংহ রয় ও মোঃ তাসনিমুর রহমান রাইয়ান এছাড়াও সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে মিথোছ আমান, সালাত-আল-হাসান ,সাওয়াব-আল-হুসাইন ,সামিরা রহমান রুহি ,ইজান ও মহেন্দ্র । আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন আলাল (জাতীয় প্রশিক্ষক মার্শাল আর্ট এবং লাঠি ফাইট) । জনাব রবিউল ইসলাম ফটিক , (আন্তর্জাতিক গোল্ড মেডেলিস্ট এবং বডি বিল্ডিং প্রশিক্ষক) নাজমা ফারহানা (চেয়ারম্যান বাংলাদেশ মহিলা বডি বিল্ডিং) হাফিজুর রহমান ডলার, (প্রশিক্ষক কুষ্টিয়া রাইফেলস ক্লাব), মোঃ সুজন রহমান (জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া ও উপদেষ্টা ডিসিপ্লিন্স ফায়ার) এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিপন বৈদ্য ( প্রিন্সিপাল অ্যাডভান্টিসড ইন্টারন্যাশনাল স্কুল ) ইমতিয়াজ হাসান দিপু (সভাপতি হিন্দোল কুষ্টিয়া) আনোয়ার কবির বকুল ( সভাপতি চর্যাপদ কুষ্টিয়া ও উপদেষ্টা ডিসিপ্লিন্স ফায়ার ) , রোকসানা পারভীন (উপদেষ্টা ডিসিপ্লিন্স ফায়ার ) ও অনুষ্ঠানটি সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মীর আতিক আহমেদ, (প্রতিষ্ঠাতা ও শিক্ষক ডিসিপ্লিন্স ফায়ার)
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনাদের বাচ্চাদের আত্মবিশ্বাসী সুরক্ষিত শৃঙ্খলাবদ্ধ করে মোবাইল ফোন আসক্তি থেকে মুক্ত করে তুলতে আত্মরক্ষা ও শৃঙ্খলা মার্শাল আর্ট এর কোন বিকল্প নেই। বিশ্বে বিভিন্ন ধরনের আত্মরক্ষা কৌশল আছে যেমন বুত্থান মার্শাল আর্ট, ডিসিপ্লিন্স আর্ট , কুংফু, ক্যারাটে , জুডো, জুজুৎসু, ব্রাজিলিয়ান জুজুৎসু, তায়কোয়ান্দো, ফেন্সিং,বক্সিং, উসু এমন আরও অনেক।যেগুলো আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে । ছোট-বড় সবার জন্যই আছে শেখার সুযোগ আছে। ডিসিপ্রিন্স ফায়ার প্রতিষ্ঠানের আত্মরক্ষা শেখানো হয় শিক্ষার্থীরা আগ্রহী হলে সেখানেও শিখতে পারে। প্রত্যেকের জন্যই আত্মরক্ষা প্রশিক্ষণ একটি আশীর্বাদ এই কথা উল্লেখ করে জনাব আলালউদ্দিন আলাল বললেন একটি চারা গাছকে বটক বৃক্ষে রূপান্তর করার মতোই মার্শাল আর্ট বা ডিসিপ্লিন্স আর্ট প্রত্যেকের জীবনে কাজ করে এবং এই গাছ বট বৃক্ষে তখনই রূপান্তরিত হবে যখন সবাই সত্য বলতে শিখবে ।
জনাব সুজন রহমানের বক্তব্য অনুসারে কুষ্টিয়া একটি সাংস্কৃতিক রাজধানী এখানে এই জাতীয় কর্মকাণ্ডের প্রসার এবং প্রকাশ অতি জরুরী এবং আমাদের পরবর্তী প্রজন্মকে পূর্ব প্রজন্মের গুণী গুণী নক্ষত্রের জীবনী এবং সংগ্রাম সম্পর্কে জানানোর পরামর্শ দিলেন । রোকসানা পারভীন বললেন প্রতিটি অভিভাবকের দায়িত্ব তার বাচ্চাকে ঘরমুখী করে না রেখে এ জাতীয় মহৎ উদ্যোগের সাথে যুক্ত করে বাচ্চাদের শৃঙ্খলা প্রশিক্ষণের সুযোগ করে দিতে হবে ।মার্শাল আর্ট শেখার নির্দিষ্ট কোনো বয়স নেই উল্লেখ করে মীর আতিক আহমেদ বললেন , ‘যে কেউ যেকোনো বয়সে শুরু করতে পারেন মার্শাল আর্টের চর্চা। শুধু আত্মরক্ষা নয়, মার্শাল আর্টের চর্চা বাড়িয়ে দেবে মনের জোর , যেকোনো লক্ষ্যের প্রতি একাগ্রতা, দূরদর্শিতা ,আত্মবিশ্বাস ও আত্মসংযম। আলোচনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ছিল মোনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ তারকা সুজন রহমান, জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি,কুষ্টিয়া ও সুমিষ্ট কন্ঠশিল্পী রোকসানা পারভীন , সংগীত প্রশিক্ষক হিন্দোল একাডেমি কুষ্টিয়া।