ঢাকা-২ ও ৩ আসনে মনোনয়নপত্র দাখিল
অনলাইন নিউজ ডেক্স
ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং অফিসার ঢাকা জেলা প্রশাসকের কাছে তিনি মনোনয়ন দাখিল করেন।এরপর বিকালে এ আসনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী শাকিল আহমেদ। সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ডা. হাবিবুর রহমান। এ আসনে আরও মনোনয়ন জমা দিয়েছেন ইসলামী ঐক্য জোট কেন্দ্রীয় সদস্য (শূরা) মাওলানা মোহাম্মাদ আশরাফ আলী জিহাদী, জাকের পার্টির কেন্দ্রীয় ওলামা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফয়সল বিন করিমের কাছে বুধবার নসরুল হামিদ বিপুর পক্ষে মনোনয়ন জমা দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন জাতীয় পার্টির প্রার্থী মনির সরকার। এ আসনে আরও মনোনয়ন জমা দিয়েছেন ফারুক হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রমজান, জাকের পার্টির আব্দুর রাজ্জাক।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।