তমিজউদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
অনলাইন নিউজ ডেক্স
সভাপতি সবু ।। সাধারণ সম্পাদক রাজ্জাক
কুষ্টিয়ায় তমিজউদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে অবস্থিত তমিজউদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে সাব্বির মোহাম্মদ কাদেরী সবুকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে এক গুরুত্বপূর্ণ সভায় সকল ব্যবসায়ীর উপস্থিতিতে ১১ সদস্য কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি অনুমোদন ছাড়াও সভায় মার্কেটের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং দোকান মালিকদের স্বার্থ সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবগঠিত কমিটির নেতৃত্বে মার্কেটের উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি সাব্বির মোহাম্মদ কাদেরী সবু, সহ-সভাপতি সোহেল আহম্মেদ, সহ-সভাপতি সমির, সহ-সভাপতি লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ রহমান, ক্যাশিয়ার ইলিয়াস ও রাজন, সাংগঠনিক সম্পাদক ডা. রাজু আহম্মেদ, সানোয়ার ও মামুনুর রশিদ এর নাম ঘোষণা করা হয়।
সভায় বক্তারা মার্কেটের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা, নিরাপত্তা ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশ আরও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় মার্কেটের সকল ব্যবসায়ীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
