তামিমের সঙ্গে বৈঠক শেষে পাপন বললেন, ক্রিকেটের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেব
অনলাইন নিউজ ডেক্স
দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে ভারতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নেয়নি বাংলাদেশ। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী, গত চার-পাঁচ মাস ধরে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
আজ সোমবার গুলশানে নিজের বাসায় তামিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেন, ‘এমন একটা সময়ে সে (তামিম) বলেছে, আসলেই আমার হাতে একেবারে সময় নেই। এক মাস পরে আমার নির্বাচন। এলাকাতেই থাকছি বেশি। ওকে বলেছি, দেখ, নির্বাচন শেষেই তোমার সব সমস্যা জানব, তা না। আর কারও কথায় কিছু করব না। আগে আমার জানতে হবে, সমস্যাটা কোথায়। সবার সঙ্গে কথা বলব। গভীরে ঢুকতে চাই। নিজের সিদ্ধান্ত নেব। ও বলেছে, এটা ভালো কথা। যে (তামিমের ব্যাপারে) সিদ্ধান্ত হবে, বিপিএলের পর। নির্বাচনের পর বিপিএলে সবাইকে পাব। এ সময় সব খেলোয়াড়, কোচকে পাব। সব তথ্য পাব। তখন সিদ্ধান্ত নেব।’
পাপন আরও বলেন, ‘সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয়, নেব। একেকজন একেকটা কথা বলব, সেসব শুনে সিদ্ধান্ত নেব না। (আজ) তামিমও বলল, আপনি অনেক কিছু জানেন না। সবার সঙ্গে কথা বলে গভীরে যাব। সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। কে কী পছন্দ করল কি করল না, আমার যায়-আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নেওয়ার, সেটা কঠিন হলেও নেব।’
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।