দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তিতাসে বিএনপির কর্মসূচি পালিত
              
                  
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                       
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তিতাসে বিএনপির কর্মসূচি পালিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তিতাসে বিএনপির কর্মসূচি পালিত সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির একাংশ।
শনিবার (৮ এপ্রিল) বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সদর কড়িকান্দি বাজারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ও তারেক রহমানের একান্ত আস্থাভাজন ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, যুব বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম শাহিদ, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুল রহমান মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল মোল্লা, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পাষান মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, মানুষের জীবন-জীবিকা আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে। দ্রব্য মূল্য বাড়ার কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব। সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।
এছাড়াও আরো বলেন, আমাদের ১০দফার দাবির অন্যতম দাবি দেশ নেত্রী খালেদার মুক্তি ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।				   
				   				 
			   
          
                   