ধসে গেল ভারতও, ৩০ রানের লিড
অনলাইন নিউজ ডেক্স
কলকাতা টেস্টে চলছে বোলারদের দাপট। ছয় বছর পর ইডেন গার্ডেনসে ফেরা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংস ১৫৯ রানে ধসিয়ে দেন জাসপ্রিত বুমরাহ। জবাবে নামা স্বাগতিক ভারত মার্কো ইয়ানসেন ও সিমন হার্মারের তোপে ১৮৯ রানে ধসে গেছে। প্রথম ইনিংস থেকে মাত্র ৩০ রানের লিড নিতে পেরেছে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ওপেনিং জুটিতে ৫৭ রান যোগ করেন। রিকেলটনকে ২৩ রান করে জাসপ্রিত বুমরাহ বলে বোল্ড হন। পরেই তিনি ফিরিয়ে দেন আরেক সেট ব্যাটার মার্করামকেও (৩১)। ১২০ রানে ৫ উইকেট হারানোর পর ৩৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয়।
প্রথম ইনিংসে ভারতের পেসার বুমরাহ ১৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন। দুটি করে উইকেট নেন পেসার মোহাম্মদ সিরাজ ও লেগ স্পিনার কুলদীপ যাদব।
ভারত ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে ১ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে। দ্বিতীয় দিন কেএল রাহুল প্রতিরোধ গড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি ভারত। ওপেনার রাহুল দলের পক্ষে সর্বাধিক ১১৯ বল খেলে ৩৯ রান করে। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় সর্বাধিক ২৯ রান করেন। এছাড়া ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা সমান ২৭ রান করে আউট হয়ে যান।
ভারতের জন্য বড় ধাক্কা হয়ে আসে অধিনায়ক শুভমন গিলের ইনজুরি। ৪ রান করার পরে ঘাড়ে ব্যথা নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। আর ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ডানহাতি স্পিনার হার্মার ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ইয়ানসেন নিয়েছেন ৩ উইকেট।
