ধোবাউড়ায় আ.লীগ ও জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে


ধোবাউড়ায় আ.লীগ ও জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে
ধোবাউড়ায় গামারীতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার বিকালে কলসিন্দুর বাজারে এ উপলক্ষ্যে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ যারা বিএনপির পতাকাতলে এসে দাঁড়িয়েছেন তারা কোনো ব্যক্তি নয় একটি আদর্শ, একটি আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টার সঙ্গে একাÍতা ঘোষণা করেছেন।’ অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আ.লীগ নেতা হাজী আবদুল আঊয়াল, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম, মিরাস উদ্দিন, জামায়াত নেতা নূরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা বিএনপির অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, ইউনিয়ন বিএনপির হাবিবুর রহমান, আবদুস শহীদ, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার, বিএনপি নেতা রহুল আমিন, খোকন খান, যুবদল নেতা আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ইমরান হোসাইন, কামরুল হাসান সুমন উপস্থিত ছিলেন।