নওগাঁর পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৪ শুভ উদ্বোধন
অনলাইন নিউজ ডেক্স
নওগাঁর পোরশায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে পোরশা উপজেলার নিতপুর খাদ্যগুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ আদনান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবীর, ওসিএলএসডি রিয়াজুল হক, উপজেলা চাউল কল মিল মালিক সমিতির সভাপতি ওবায়দুল্লা শাহ্ চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, এবারে উপজেলার দু’টি খাদ্যগুদামের মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে চাল ৩ হাজার ১৭১ মেট্রিকটন, ৩২ টাকা কেজি দরে ধান ৯৬৬ মেট্রিকটন এবং ৩৪ টাকা কেজি দরে গম ৬৯৩ মেট্রিকটন ক্রয় করা হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।