নওগাঁর মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি আ: রাজ্জাক ও সম্পাদক পলাশ
অনলাইন নিউজ ডেক্স
নওগাঁর অন্যতম প্রেসক্লাব ‘মান্দা মডেল প্রেসক্লাব’-এর কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় মান্দা ফেরীঘাট ঢাকা বাসস্ট্যান্ডে শ্রমিক কল্যাণ সুপার মার্কেটে অবস্থিত মান্দা মডেল প্রেসক্লাবের হল রুমে সাধারণ সভা ও দুপুর সাড়ে ১২ টার সময় নির্বাচন অনুষ্ঠিত হয়।
মডেল প্রেসক্লাব দ্বিতীয় বারের মতো সরাসরি নির্বাচনে সভাপতি পদে দৈনিক বাংলাদেশের খবর প্রত্রিকার জেলা প্রতিনিধি এম এ রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের বাংলা জেলা প্রতিনিধি মাসুম রেজা পলাশ নির্বাচিত করে মোট ১০ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে দৈনিক সমাচার প্রত্রিকার বিশেষ প্রতিনিধি, নওগাঁ আব্দুল মজিদ, সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে জিটিবি নিউজ মান্দা উপজেলা প্রতিনিধি মোকলেছুর রহমান চঞ্চল।
এ সময় কার্যকরী সদস্য হিসেবে দৈনিক চিত্র ও নিউজ টুয়েন্টি ওয়ান এর জেলা প্রতিনিধি অন্তর আহমেদ, মো: ইসমাঈল হোসেন, আব্দুল মান্নান, মো: মাসুূদ রানা ও ইশরাত জাহান ইসা নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, মান্দা মডেল প্রেসক্লাব এর নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটি আগামী তিন বছর দ্বায়ীত্ব পালন করবেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।