নবীনগর জিনদপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
জহিরুল ইসলাম, নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
\"খেলাই শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে ফুটবল\"—এই স্লোগানকে সামনে রেখে জিনদপুর ইউনিয়নে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি যুবসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবু কালাম আজাদ। সভাপতিত্ব করেন জিনদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মিঞা। খেলার উদ্বোধন করেন ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির আহমেদ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে \"মায়ের দোয়া স্টার ক্লাব\" ও \"বিসমিল্লাহ স্টার ভয়েস ক্লাব।\" বিসমিল্লাহ স্টার ভয়েস ক্লাব ২-১ গোলের ব্যবধানে মায়ের দোয়া স্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলকে ৪২ ইঞ্চি রঙিন টিভি এবং পরাজিত দলকে ৩২ ইঞ্চি রঙিন টিভি পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, \"নিয়মিত খেলাধুলাই যুবসমাজকে মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রাখতে পারে। খেলার মাধ্যমে শরীর-মন সুস্থ থাকে এবং জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করা সম্ভব।\"
এ আয়োজনে স্থানীয় যুবদল ও সমাজসেবকরা সার্বিক সহযোগিতা করেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।