নাটোরে গৃহবধূকে গলাকেটে হত্যা, সন্তান নিয়ে স্বামীর পলাতক


নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে শিশু সন্তান নিয়ে স্বামী আসমত আলী পলাতক রয়েছে। বৃহস্পতিবার(২৭ জুন) দিনগত রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুফিয়া বেগম উপজেলার একই এলাকার আসমত আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে মাঝে মধ্য তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। বৃহস্পতিবার সকালে স্বামী আসমত আলী ফোন করে তার ভাতিজা আনোয়ারকে তাদের বাড়িতে আসতে বলে। পরে ভাতিজা আনোয়ার বাড়িতে এসে ঘরের মেঝেতে গৃহবধুর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে আশপাশের মানুষ বাড়িতে এসে বিষয়টি পুলিশকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার পর থেকেই তাদের ৮ বছরের সন্তান নিয়ে স্বামী আসমত আলী পলাতক রয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশ অভিযানে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।