নাটোরে চোরচক্রের পলাতক সদস্য গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের বড়াইগ্রাম থেকে লোকমান হাওলাদার (৫৭) নামের সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের পলাতক এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।রোববার(১৯ মার্চ) রাতে উপজেলার বনপাড়া পৌরসভার বনপাড়া রশিদ ডিলারের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত লোকমান হাওলাদার(৫৭) উপজেলার দেওয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।র্যাব জানায়, নাটোর ক্যাম্পের বিশেষ একটি অপারেশন দল গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে গতকাল ১৯ মার্চ রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বনপাড়া পৌরসভার রশিদ ডিলারের মোড় এলাকায় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। সেখান থেকে সিংড়া থানার এজাহারভূক্ত পলাতক আসামী লোকমান হাওলাদারকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য , আসামী লোকমান হাওলাদার মামলা রুজু হওয়ার পর থেকে পলাতক রয়েছে। গ্রেফতারে পর তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।