নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটিগামী সিমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পরে শাকিল হোসেন(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৫ সেম্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের দক্ষিনে প্রায় এক কিলোমিটার দুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে।মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মো.ইমদাদুল হক মিলন , মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের দক্ষিনে প্রায় এক কিলোমিটার দুরে ট্রেনে কেটে একজনের মৃত্যু হয়েছে। তবে ধারনা করা হচ্ছে,খুলনা থেকে চিলাহাটিগামী সিমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পরে শাকিল হোসেন(২৬) নামে ওই যুবকের মৃত্যু হতে পারে। ঘটনার পর পরই পরি্ারের লোকজন মরদেহ নিয়ে যায়।