নাটোরে তিন উপজেলায় নির্বাচনী সারঞ্জাম ও উপকরণ হস্তান্তর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নাটোরে তিন উপজেলার ৩০২টি ভোটকেন্দ্র ভোটগ্রহণের সারঞ্জাম ও উপকরণ সামগ্রী হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৭ মে) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদে উপজেলার ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণের এসব সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। নাটোরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩০২টি ভোটকেন্দ্রে ৩০২ জন প্রিজাইডিং অফিসার স্ব স্ব কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার ভোটগ্রহণের উপকরণ ও সারঞ্জাম গ্রহন করছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, উপজেলা থেকে ব্যালেট পেপার ছাড়া ভোটগ্রহণের সকল উপকরণ হস্তান্তর করা হচ্ছে। কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য এবং ভোটগ্রহণের কর্মকর্তারা এসব উপকরণাদি ও সারঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া শুরু করেছে। আগামীকাল উপজেলা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সকল কেন্দ্রে ব্যালেট পেপার পৌঁছানো হবে।