নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজন গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও যুবক শিক্ষার্থীদের কাছে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নাটোর সদর উপজেলার আশ্বিনা বাজার, লোটাবাড়িয়া বাজার, বুড়ি বটতলা ও হয়বতপুর বাজারে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার(২৪শে ফেব্রুয়ারি)সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
গ্রেফতারা হলেন-সদর উপজেলার সিংহারদহ এলাকার মো. খেজুরের ছেলে রেন্টু আলী (৩২), লোটাবাড়িয়া মধ্যপাড়ার জয়নাল আবেদীনের ছেলে রকি পারভেজ (২৪), রামনগর এলাকার নুর ইসলামের ছেলে মামুন অর রশিদ (২৬) এবং হয়বতপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে মাসুদ রানা (৫০)।
র্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাটোর সদর উপজেলার আশ্বিনা বাজার, লোটাবাড়িয়া বাজার, বুড়ি বটতলা ও হয়বতপুর বাজারে এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪টি কম্পিউটার ও ৮টি হার্ডডিস্ক জব্দ করা হয়। দীর্ঘদিন যাবৎ তারা অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকার যুবক ও শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি ভিডিও বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় নাটোর সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।