নারী লিগ মাতাতে ভুটানে সাবিনারা


নারী লিগ মাতাতে ভুটানে সাবিনারা
ঈদের ছুটির পর রোববার শুরু হয়েছে জাতীয় নারী ফুটবলারদের ক্যাম্প। ব্রিটিশ কোচ বাটলার ফিরবেন আজ। তবে ক্যাম্প শুরু হলেও ভুটানের নারী লিগে খেলতে গতকাল সকালে ভুটানের থিম্পুতে গেছেন চার নারী ফুটবলার।তারা হলেন-সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া। লিগে তারা খেলবেন পারো এফসি’র হয়ে।এছাড়া মাসুরা পারভীন ও রুপনা চাকমা খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। তারা আজ-কালের মধ্যে ভুটান যাবেন বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে। এই ক্লাবে সাগরিকার খেলার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি।সাবিনা খাতুনকে দিয়ে বাংলাদেশের নারী ফুটবলারদের বিদেশি লিগে যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে। ওই বছর তিনি খেলেছিলেন মালদ্বীপের ডিফেন্স ফোর্স ক্লাবে। সেই থেকে সাবিনা বেশ কয়েকবার খেলেছেন বিদেশি ক্লাবে। মালদ্বীপের আর্মি ফুটবল ক্লাবে খেলেছেন দুবার, ভারতীয় লিগে সেথু এফসি ও কিকস্টার্ট এফসিতে খেলেছেন।সাবিনা ছাড়াও বিদেশি লিগে খেলেছেন গোলকিপার সাবিনা আক্তার, মিরোনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া। তারাও খেলেছেন মালদ্বীপের ঘরোয়া ফুটবলে। কৃষ্ণা রানী সরকার ভারতে সেথু এফসিতে এবং সানজিদা আক্তার ইস্টবেঙ্গলে খেলেছেন।গত বছর আগস্টে সাবিনা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা মালদ্বীপের ক্লাব থিম্পু কলেজ এফসিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গিয়েছিলেন। বিচ্ছিন্নভাবে বাংলাদেশের নারী ফুটবলাররা বিদেশি ক্লাবে খেলেছেন। তবে এই প্রথম একসঙ্গে দেশের শীর্ষ স্থানীয় ছয় নারী ফুটবলার খেলতে যাচ্ছেন বিদেশের কোনো লিগে।