প্রধান উপদেষ্টার বৈঠকে যাচ্ছেন যে নেতারা


প্রধান উপদেষ্টার বৈঠকে যাচ্ছেন যে নেতারা
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার বৈঠক করবেন। এদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।রোববার বিকেলে দুদফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। আর দ্বিতীয় দফায় বৈঠক হবে সন্ধ্যা ৬টায়।প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন -১। কর্নেল (অবঃ) অলি আহমেদ, বীর বিক্রম২। মাহমুদুর রহমান মান্না৩। সাইফুল হক৪। জুনায়েদ সাকী৫। হাসনাত কাইয়ুম৬। মুজিবর রহমান মঞ্জু৭। মুজাহিদুল ইসলাম সেলিম৮। খালেকুজ্জামান ভূঁইয়া৯। টিপু বিশ্বাস১০। শেখ রফিকুল ইসলাম বাবলু১১। শহীদ উদ্দিন মাহমুদ স্বপনদ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন -১। মাওলানা সাদিকুর রহমান২। মাওলানা রেজাউল করিম৩। মাওলানা মামুনুল হক৪। মাওলানা আহমেদ আব্দুল কাদের৫। মাওলানা আজিজুল হক ইসলামাবাদি৬। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী৭। নুরুল হক নূর৮। মাওলানা মুসা বিন ইজহার৯। মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযিএর আগে, শনিবার রাতে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ভিন্ন ভিন্ন এই বৈঠকে প্রথমে অংশ নেয় বিএনপি। এরপর জামায়াতে ইসলামী ও তরুণ রাজনৈতিক দল এনসিপি।