ফরিদপুর-১ আসনে দোলনকে হারিয়ে নির্বাচিত হলেন আব্দুর রহমান


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হন। এ আসনের ১৯৬টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। ২ লাখ ৩৭ হাজার ৫১৫ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৪৮২টি ভোট বাতিল করা হয়। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯.৬৯ শতাংশ। এতে নৌকা প্রতীকে আওয়োামী লীগের সভাপতিমন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট। রোববার রাত ১০টায় ফরিদপুর জেলা প্রশাসক সভাকক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এর আগে তিনটি উপজেলার ১৯৬টি কেন্দ্রে বোয়ালমারীতে ৫৩.৫৫, মধুখালীতে ৪৩.১৭ ও আলফাডাঙ্গায় ৫৩.২৮ শতাংশ ভোট পড়েছে বলে স্ব স্ব উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।