বটিয়াঘাটায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


বটিয়াঘাটায় ইয়ুথ  পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
গত ১৫ মে ২০২৪ তারিখ রোজ বুধবার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় বটিয়াঘাটা প্রেসক্লাব সম্মেলন কক্ষে সকাল ১১ টায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ এর সঞ্চালনায় বটিয়াঘাটা উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) সমন্বয়কারী আব্দুল্লাহ আল- মামুন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) সমন্বয়কারী মো: বায়েজিদ হোসেন এবং বটিয়াঘাটা উপজেলা শাখা ছাত্র ইউনিয়নের সদস্য এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) সমন্বয়কারী নুপুর মন্ডল। সভায় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি এ‍্যম্বাসেডর কামরুল ইসলাম, পিএফজি এ‍্যম্বাসেডর প্রফেসর মনোরঞ্জন মন্ডল, পিএফজি এম্বাসেডর অশোক কুমার রায় এবং পিএফজি কো-অর্ডিনেটর প্রহলাদ জোদ্দার। বটিয়াঘাটা উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বটিয়াঘাটা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব রেজবিউল কবির।